ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। যে কারণে বাংলাদেশের কন্ডিশনসহ সবকিছুই পরিচিত পাক ক্রিকেটারদের। বিপিএলে খেলার অভিজ্ঞতা তারা টাইগারদের বিপক্ষে এবারের সিরিজেও কাজে লাগাতে চান।
বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আগামীকাল (রোববার) থেকে শুরু হবে এই লড়াই। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সফরকারী অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘এটা (বিপিএল খেলার অভিজ্ঞতা) অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে, পরিকল্পনাও জানিয়েছে।’
টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এখানকার উইকেট কেমন হবে তা সরাসরি না বললেও একেবারেই অচেনা হবে পাকিস্তানের জন্য। এ ছাড়া উপমহাদেশের কন্ডিশনেও কিছু সাদৃশ্য আছে। এ নিয়ে সালমান বলেন, ‘অবশ্যই কন্ডিশনের তো বড় ভূমিকা আছেই। তবে কন্ডিশন যেমনই হোক এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানেই যান না কেন, হোক বিশ্বের যেকোনো দেশে, শুধু মিরপুরে না, কন্ডিশন অবশ্যই (দুই দলের) লড়াইয়ে বড় ভূমিকা পালন করবে।
সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতিতেও সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক, ‘আমরা খেলায় পরিবর্তন আনতে চাই। দেখতে হবে এখানকার কন্ডিশন কেমন এবং সে অনুযায়ী আমরা খেলতে পারছি কি না। আমাদের কন্ডিশন অনুযায়ী খেলতে হবে। ব্যাট হাতে লক্ষ্য থাকবে বড় রান করা, বল হাতে তাদের দ্রুত আটকানো। আমরা করাচিতে ক্যাম্প করেছি, ভালো প্রস্তুতির চেষ্টা করেছি। আমরা খুব ভালোভাবে প্রস্তুত। নিশ্চিত করতে চেয়েছি আমরা যেন পরিস্থিতি অনুযায়ী প্র্যাকটিস করে নিতে পারি।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান দল। সাম্প্রতিক সময়ে অবশ্য তাদের ছাড়াই টি-টোয়েন্টি খেলছে দলটি, বিশ্বকাপের আগে তারা তরুণনির্ভর দল গড়তে চায়।