খেলাধূলা ডেস্ক:
আন্দ্রে রাসেলের ক্যামিও ও মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে বরিশালকে হারিয়ে এবারের বিপিএলের প্রথম জয় পেল ঢাকা। শুরুতে গেইল-ব্রাভোর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে সাকিবের বরিশাল। জবাবে ১৫ বাকি থাকতেই হাতে ৪ উইকেট রেখে জয়ের নিশ্চিত করে মিনিস্টার ঢাকা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ ও ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।
বরিশালের মাঝারি টার্গেটে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। দলীয় ১০ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ ও শুভাগত। দুজনের ৬৯ রাঙের জুটি ভাঙে শুভাগতর বিদায়ে। ২৫ বলে ২৯ রান করেন তিনি। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ২৫ বলে ৫০ রানের জুটি গড়েন ঢাকার অধিনায়ক। দুজনের জুটিতে স্কোর লেভেল করে সাকিবের বলে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার আগে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪৭ রান তোলেন তিনি। ১৫ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ইসুরু উদানে অপরাজিত থাকেন ১ রানে।
বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন শরীফুল ও আলজারি। একটি করে উইকেট নেন সাকিব ও ব্রাভো।
এর আগে ঢাকার বিপক্ষে সুবিধা করতে পারেননি বরিশালের ব্যাটাররা। গেইল-ব্রাভোর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১২৯ রান। শুরুতে টস হেরে ব্যাট হাতে ভালো করতে পারেনি দলটি। ব্যক্তিগত মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন দলীয় ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ রান করে ফেরেন আরেক ওপেনার সৈকত আলি। আর তৌহিদ হৃদয় আউট হওয়ার আগে রানের খাতায় খুলতে পারেননি।
চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এবং ক্রিস গেইল। কিন্তু মাত্র ৩৭ রানে ভাঙে তাদের জুটি। ১৯ বলে ২১ রানে ফেরেন সাকিব। আর ক্রিস গেইল আউট হওয়ার আগে ৩৬ রান করেন গেইল।
শেষদিকে ডোয়াইন ব্রাভো ছাড়া কেউই সুবিধা করতে পারেননি কেউই। ২৬ বল খেলে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৩৩ রানে। এছাড়া ১ রানে সোহান, ৪ রানে জোসেফ এবং জিয়াউর ১ রানে সাজঘরে ফেরেন। আর তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ৫ রানে।
ফরচুন বরিশাল দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন। বিদেশী খেলোয়াড়ের তালিকায় জ্যাক লিনটট এর পরিবর্তে একাদশে ক্রিস গেইল। এছাড়াও বরিশালের একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও নুরুল হাসান। গতকালই ঢাকায় পা রেখেছিলেন গেইল।
ঢাকার একাদশে মাশরাফি বিন মর্তুজার ফেরার কথা থাকলেও তাকে ছাড়াই নেমেছে দলটি। এছাড়া ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। তার পরিবর্তে জায়গা পেয়েছেন হাসান মুরাদ। এই ম্যাচ দিয়ে হাসান মুরাদের বিপিএলে অভিষেক হল। দলটির একাদশে তিন বিদেশি হলেন- আন্দ্রে রাসেল, শাহজাদ ও ইসুরু উদানা।
ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম ও শফিকুল ইসলাম।
মিনিস্টার ঢাকা একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, আরাফাত সানি, রুবেল হোসেন ও হাসান মুরাদ।
বিএসডি/ এলএল