জ্যেষ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০৫ কেজি ওজনের ৯০৪টি সোনার বার উদ্ধারের মামলার আসামি মো. সিরাজুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ। তিনি বলেন, ২০১৪ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি০২৫ এর ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানের টয়লেটের ভেতরে কমোডের পেছনে বিশেষ কায়দায় ছিল এসব সোনার বার। ১০৫ কেজি ওজনের ৯০৪টি বারের বাজার দাম প্রায় ৪৭ কোটি ৪৪ লাখ টাকার মতো।
এ ঘটনায় করা মামলায় বিমানের জুনিয়র টেকনিশিয়ান চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন চান। পরে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ১২ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট।
এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত জামিনাদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন।