আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সুমিতে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্রো জিভিটস্কির বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
গভর্নর দিমিত্রো জিভিটস্কি বলেন, রাশিয়া রাতভর শহরের উত্তর-পূর্বে একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে, ঘটনাটিকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন তিনি।
তিনি বলেন, ওই বোমা হামলায় একটি বাড়িতেই ৯ জন মারা গেছেন। এছাড়া ৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ২০টিরও অধিক বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে।
এদিকে জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে ৪৭৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৯ শিশু রয়েছে। এ সময় ৮৬১ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
হতাহতের বেশিরভাগই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: বিবিসি।
বিএসডি/ এফএস