বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৃহবধূ নুসরাত জাহান নিপা (৩০) ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ এ নিজের নাম লিখিয়েছেন বিশ্বরেকর্ড করে। এক হাতে ১ মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে এই রেকর্ড করেছেন তিনি।
গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) রেকর্ড ব্রেকিং আন্তর্জাতিক সংস্থা ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ প্রেরিত এক প্রত্যয়নপত্রে নিপাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে এক মিনিটে এক হাতে ৬৯টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ইতালির সিলভিও সাবা। ৬ বছর পর ইতালিয়ানের রেকর্ড ভেঙে এবার এক মিনিটে সর্বাধিক ৭১টি কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইনটু এ টাওয়ার’ রেকর্ডটি গড়েন বরিশালের মেয়ে নিপা।
নিপা বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী এলাকার বাসিন্দা ও জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ ও গৃহিণী মোসাম্মৎ পারভীনের একমাত্র সন্তান।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ২০১৪ সালে রসায়নে মাস্টার্স শেষ করেন নিপা। বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনডিও) চাকরি করছেন নিপা। সেই সঙ্গে অনলাইনের একটি প্ল্যাটফর্মে নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রেখেছেন।
গৃহবধূ নুসরাত জাহান নিপা বলেন, ‘করোনাকালের শুরুতে ঘরবন্দী জীবনে নতুন কিছু করার-চিন্তাভাবনা মাথায় আসে। ইউটিউব-টিকটকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট দেখে আইডিয়া খুঁজতে থাকি। এক পর্যায়ে ইতালির সিলভিও সাবার এক মিনিটে ৬৯টি কয়েন দিয়ে টাওয়ার বানানোর বিশ্বরেকর্ডে চোখ আটকে যায়।’
এরপর নিজে নিজে এক টাকার ধাতব কয়েন দিয়ে স্বল্প সময়ে টাওয়ার বানাতে শুরু করেন নিপা। এক পর্যায়ে আত্মবিশ্বাস জন্মে তিনিও কিছু একটা করতে পারবেন বলে। গত আগস্টে ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইনটু এ টাওয়ার’ ক্যাটাগরিতে সেরা হতে আবেদন করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ থেকে একটি লিংঙ্ক পাঠানো হয় তাকে। স্বল্প সময়ে এক হাতে ধাতব কয়েন দিয়ে টাওয়ার বানানোর ভিডিও এভিডেন্স, কভার এভিডেন্স, উইটনেস এভিডেন্স এবং অন্য তথ্য গত ২৪ সেপ্টেম্বর ওই লিংকে আপলোড করেন নিপা। ভিডিও এভিডেন্সে নিপা এক মিনিটে একহাতে এক টাকা মূল্যমানের ৭১টি ধাতব কয়েন নিয়ে টাওয়ার তৈরি করেন।
নিপার ওই ভিডিও এভিডেন্স যাচাই-বাছাই করে গত ৩০ নভেম্বর রেকর্ড ব্রেকিং অর্গানাইজেশন ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ এক চিঠিতে নিপার আবেদন অনুেমাদন করে এবং একই সঙ্গে তিনি এখন ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইনটু এ টাওয়ার’ রেকর্ডের মালিক বলে জানিয়ে দেয়। এরপর সার্টিফিকেটের জন্য আদেন করেন তিনি। গত মঙ্গলবার ডাকযোগে ‘মোস্ট কয়েন স্ট্রাকড ইনটু এ টাওয়ার’ এর বিশ্বরেকর্ডের সার্টিফিকেট হাতে পান নিপা। সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত গৃহবধূ নিপা বলেন, এই সাফল্য শুধু তার নয়, সমগ্র বরিশাল তথা বাংলাদেশের মানুষের অর্জন এটি। আগামীতে আরও নতুন কিছু করতে চান তিনি।
নিপার বিশ্বরেকর্ডে খুশি তার বাবা দেওয়ান আব্দুর রশিদও। তিনি জানান, অবশ্যই মেয়ের সাফল্য দারুনভাবে অনুপ্রাণীত করেছে তাকে। সে বরিশাল তথা বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব দরবারে চিনিয়েছে। তার দেখাদেখি অন্যরাও নতুন কিছু করে রেকর্ডের ভাগিদার হবে বলে তিনি আশা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ বলেন, ‘নুসরাত জাহান নিপা শুধু বরিশাল নয়, পুরো বাংলাদেশকে নতুন করে বিশ্ব দরবারে পরিচিত করেছে। তার এই অর্জনে জেলা প্রশাসন খুব খুশি এবং গর্বিত।’ এই ধরনের কর্মকাণ্ডে নিপাকে উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।
বিএসডি/এসএফ