আন্তর্জাতিক ডেস্ক,
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখের ঘর আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ৬ হাজার। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজারের অধিক মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। যার ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫ লাখ ৬ হাজার ৮০০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৫৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৬৪৮ জন।
তবে বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকারেই আরেক দেশ মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৩ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৫৬ জন।
বিএসডি/এএ