অনলাইন ডেস্ক:
উগ্রবাদী সংগঠন মাওবাদীর দুই সদস্যের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। আর সেই প্রেমের টানেই জঙ্গলের ডেরা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তারা। সম্ভবত বিয়ে করে থিতু হওয়ার ইচ্ছা ছিল তাদের। আর বিষয়টি জানাজানি হতেই চরম শাস্তি নেমে এল তাদের ওপর। গভীর জঙ্গলে দুজনকেই খুন করা হয়েছে। এর সঙ্গে অপর এক ব্যক্তিকেও খুন করেছে মাওবাদীরা। ঘটনা ভারতের ছত্তিশগড়ের বীজাপুর জেলার। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, শুক্রবার পুলিশ জানায়- দুজন সহকর্মীসহ তিনজনকে খুন করেছে মাওবাদীরা। গঙ্গালুরের জঙ্গলে তাদের তিনজনকে খুন করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ সুন্দেরাজ পি বলেছেন, বিভিন্ন সূত্রে থেকে আমরা জানতে পেরেছি তিনজনকে খুন করেছে মাওবাদীরা। তার মধ্যে তাদের দুজন সহকর্মীও আছেন।
সূত্রের খবর, মিলিশিয়া প্লেটুন কমান্ডার কামলু পুনেম ও মিলিশিয়া মেম্বার মাঙ্গিকে খুন করা হয়েছে। খুন হওয়া অপর ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আইজি জানিয়েছেন, দুই মাওবাদী বিয়ে করার জন্য গোপন ডেরা ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। এদিকে কামলুর বিরুদ্ধে অন্তত ১১টি হিংসার ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। তিনটি মামলায় মাঙ্গিকে খুঁজছিল পুলিশ। আইজি জানিয়েছেন, গঙ্গালুর এরিয়া কমিটিতে উভয়ই নানা ধরনের মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তবে খুন হওয়া তৃতীয় ব্যক্তির সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। ঘটনার তদন্ত চলছে।
বিএসডি / আইপি