বর্তমান সময় ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রশিদ সনুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানকে দল থেকে বহিষ্কার ও কঠোর শাস্তির দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ সনু।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ আয়োজনের অনুরোধ জানালে তার হাত থেকে মাইক কেড়ে বক্তব্য প্রদানে বাধা দেন এবং লাঞ্ছিত করেন আতিকুল ইসলাম টুটল খান।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা গত ১৯ ডিসেম্বর শিবগঞ্জে মানববন্ধন করে। এর প্রতিবাদে পরের দিন আতিকুল ইসলাম টুটল শিবগঞ্জ উপজেলা ডাকবাংলোতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের মাদকসেবী হিসেবে মিথ্যা অপপ্রচার করেন। একজন আওয়ামী লীগের কর্মী হয়ে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা ছাড়াও এমন বাজে মন্তব্য করায় হতবাক হয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
জাসদ থেকে আসা আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম টুটল খানের বিজয় দিবসের দিন শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা মাটিতে পদদলিত করার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে বলে জানান বজলুর রশিদ। ‘দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সাধারণ মানুষের মতোই স্বাবাবিকভাবেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার মো. খাইরুল ইসলাম, গেরিলা যোদ্ধা মো. সাইফুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, আবুল হোসেন, বজলুর রহমান, ইসাহাক আলীসহ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
এসএ