অনলাইন ডেস্ক
টেক্সটাইল গ্র্যাজুয়েটদের স্বপ্নের ঠিকানা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে যাকে বলা হয় বুটেক্স। রাজধানীর তেজগাওয়ে বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাবেন ৬০০ শিক্ষার্থী।
বিভাগ ও আসন সংখ্যা
বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং- ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং- ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং- ৮০, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং- ৪০, এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং- ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট- ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন- ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং- ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স- ৪০ আসন রয়েছে।
২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। বুটেক্স ভিসি অধ্যাপক আবুল কাশেম জানালেন, বুটেক্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক আবেদন থেকে উত্তীর্ণ প্রার্থীরা ৮০০ টাকা ফি জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। দুই ঘন্টাব্যাপী লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৬০০ আসনের বিপরীতে পরীক্ষায় বসার সুযোগ পাবে ৯ হাজার শিক্ষার্থী।
পরীক্ষার নম্বরবণ্টন: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি এই চারটি বিষয়ে ২০০ মার্কস।
মানবণ্টন
মোট ২০০ নম্বরের পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়ন ৬০, গণিত ৬০, ইংরেজিতে ২০ নম্বর থাকবে। এই ২০০ মার্কসের মধ্যে ৪০% এর কম নম্বর হলে তালিকায় নাম প্রকাশিত হবে না। সর্বোচ্চ তিন হাজার জনের নাম প্রকাশিত হবে যারা মেধার ভিত্তিতে ডিপার্টমেন্ট পছন্দ করার সুযোগ পাবে।
আবেদনের যোগ্যতা
১. আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
২. ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০সহ সর্বমোট কমপক্ষে ১৯.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।
আবেদনের প্রক্রিয়া
ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পাসের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।
উদাহরণটি ঢাকা বোর্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রোল নম্বর হবে।
উপরের SMS টি পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মোবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখতে হবে।
উদাহরণ-BUT YES 87654321 01XXXXXXXXX।
বিএসডি/এমএম