আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সেনা চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। চলতি সপ্তাহের শুরুতে দেশটির উত্তরাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
ভয়াবহ এই হামলায় প্রাথমিক ভাবে ২০ জন নিহতের কথা জানানো হয়েছিল। বুধবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে রোববারের ওই প্রাণঘাতী হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন এবং পরে ৩২ জন বলে জানানো হয়েছিল। বুধবার সেই তথ্য সংশোধন করে হামলায় নিহতের সংখ্যা ৫৩ বলে জানানো হলো।
হামলার পর ঘটনাস্থল থেকে ৪৬ জন মিলিটারি পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান ওউসেনি তামবোউরা। প্রাণঘাতী ওই হামলার পরপরই বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী ম্যাক্সিম কোন এই হামলাকে বর্বর ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছিলেন।
২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।