খেলাধূলা প্রতিনিধি:
সকাল থেকেই বৃষ্টি বেঙ্গালুরুতে। তবে টস হয়েছিল নির্ধারিত সময়েই। কিন্তু এরপর আরেক পলশা বৃষ্টি। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাঠ পরিচর্যার পর শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু এরপর ফের বৃষ্টি নামলে অঝোর ধারায় ঝরতেই থাকে। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
এদিন মাত্র সাড়ে তিন ওভার গড়ায় ম্যাচ। এর আগে অধিনায়ক হিসেবে অভিষেকে সব ম্যাচেই টস হারার ষোলোকলা পূর্ণ করে রিশাভ পান্ত। পঞ্চম ম্যাচেও টসে হেরে তাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। টেম্বা বাভুমা না থাকায় দলটির নেতৃত্ব দেন এ স্পিনার।
নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি। পরে থামলে ম্যাচের পরিধি কমিয়ে দেওয়া হয় ১ ওভার। এরপর ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি ভারত। দলীয় ২৭ রানেই দুই ওপেনার ইসান কিষান (১৫) ও রুতুরাজ গায়কোয়াড়কে (১০) হারায় দলটি। দুটি উইকেটই পান লুঙ্গি এনগিডি। এর এক বল পরেই অবশ্য ফের নামে বৃষ্টি। যা আর না থামলে ম্যাচ পরিত্যক্ত করা হয়।
সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপরের দুটি ম্যাচে জিতে সিরিজে ফেরে ভারত। এদিনের ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজ ২-২ ব্যবধানে অমীমাংসিত ভাবেই শেষ হল।
বিএসডি/ এমআর