ক্রীড়া ডেস্ক,
টোকিও অলিম্পিকের মেয়েদের রিকার্ভ একক ইভেন্টের প্রথম রাউন্ডে বেলারুশের কারিনা দিওমিনসকায়ার কাছে টাইব্রেকারে হেরে গেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। এর মধ্য দিয়ে শেষ হলো তার অলিম্পিক অভিযান।
বৃহস্পতিবার টোকিওর ইউমেনোস হিমাপার্কে রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম সেটে জয় দিয়েই শুরু করেছিলেন দিয়া। তবে শেষ পর্যন্ত পাঁচ সেটের খেলা শেষ হয় সমতায়। এরপর টাইব্রকারে কারিনার কাছে ১০-৯ পয়েন্টের ব্যবধানে হেরে যান দিয়া।
প্যারিসে অলিম্পিক বাছাইপর্বে দারুণ নিশানাভেদ করায় ওয়ার্ল্ড আরচারি তাকে অলিম্পিকে খেলার ওয়াইল্ড কার্ড দেয়। অনেকটা চমক হয়ে আসা এই খবরটি দিয়া সিদ্দিকীর অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ করেছে। অলিম্পিকের মঞ্চেও আশা জাগিয়েছিলেন দিয়া। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বাদ পড়তে হলো বাংলাদেশের এ তীরন্দাজকে।
এর আগে বাংলাদেশের আরেক তীরন্দাজ রোমান সানাও হেরে অলিম্পিক থেকে ছিটকে যান।
বিএসডি/আইপি