আন্তর্জাতিক ডেস্ক
এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য গত কয়েক দিন প্রতিবেশি বেলারুশকে ‘স্প্রিংবোর্ড’ হিসেবে ব্যবহার করছিল রাশিয়া। এখন রাশিয়ার সহায়তায় বেলারুশ নিজেই ইউক্রেনে সেনা পাঠাচ্ছে। ইউক্রেনের পত্রিকা কিয়েভ ইনডিপেনডেন্ট লিখেছে, স্থল সীমান্ত ব্যবহার না করে বেলারুশ তাদের সেনা বিমানে করে পাঠাবে। এর আগের খবর ছিল, বেলারুশের মধ্যস্থতাতেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হবে।
ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছিলেন, বেলারুশ সীমান্তের গোমেলে তিন প্রতিবেশি দেশ এ বৈঠকে যোগ দেবে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছিলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে।
বিএসডি/ এফএস