ক্রীড়া ডেস্ক,
অবশেষে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে চলমান বিরোধের অবসান হয়েছে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন ১৮ জন খেলোয়াড়। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি করা ক্রিকেটারদের মধ্যে নেই অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
গত মে মাসে পাঁচ পয়েন্টের গ্রেডিং সিস্টেমের প্রস্তাব দেয় এসএলসি। এ সময় চুক্তির জন্য ক্রিকেটারের সংখ্যা ৩২ থেকে কমিয়ে ২৪ জন করা হয়। কিন্তু চুক্তির প্রস্তাব নিয়ে স্বচ্ছতার অভিযোগ তোলার পর তা প্রত্যাখ্যান করেন ক্রিকেটাররা। তবে সফর চুক্তির ভিত্তিতে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল তারা।
নতুন এই চুক্তি ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। মেয়াদ শেষ হবে ঠিক পাঁচ মাস পর, এই বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরে। নিষেধাজ্ঞায় থাকা দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েলা ও কুশল মেন্ডিস চুক্তি থেকে বাদ পড়েছেন।
কেন্দ্রীয় চুক্তিতে সই করা লংকান ক্রিকেটাররা:
ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুণারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুশমন্থ চামিরা, দিনেশ চান্দিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, ওশাডা ফার্নান্ডো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আশেন বান্দারা, আকিলা ধনঞ্জয়।
বিএসডি/আইপি