টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ব্যাটিং দুর্দশায় হারতে হয়েছে দুই দলকেই। ব্যাটসম্যানরা কি ছন্দে ফিরতে পারবেন?
প্রথম জয়ের লক্ষ্যে মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
তাছাড়া প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার চেয়েও বেশি ব্যাটিং দুর্দশার শিকার হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের ঘূর্ণিতে মাত্র ৫৫ রানে অলআউট কিয়েরন পোলার্ডের দল। প্রতিপক্ষের এমন বিবর্ণ আর অস্বস্তিকর ব্যাটিং আজ আত্মবিশ্বাসী করে তুলছে দক্ষিণ আফ্রিকাকে। তবে উইন্ডিজকে শিরোপা ধরে রাখতে দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। সেটা শুরু হতে পারে টেম্বা বাভুমার দলকে হারিয়েই।
কেবল একটি করে ম্যাচ খেলেছে দুটি দল। এখনই আতঙ্কিত হওয়া বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আরেকটি হার তাদেরকে কঠিন অবস্থায় ফেলে দিবে। কারণ সামনের ম্যাচগুলোতে খেলতে হবে শক্তিশালী উপমহাদেশীয় প্রতিপক্ষের সঙ্গে।
বিএসডি/এসএসএ