আন্তর্জাতিক ডেস্ক:
মিনুটেম্যান ৩ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর উত্তেজনা না বাড়ানোর কথা বিবেচনা করে পরীক্ষাটি এর আগে স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, পূর্ব নির্ধারিত আইসিএমবি পরীক্ষা বাতিল করা হয়েছে।
প্রায় ১০ হাজার কিলোমিটার রেঞ্জের পরমাণু সক্ষম ক্ষেপণাস্ত্রটি মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ উপাদান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখার পর গত ২ মার্চ কর্মসূচিটি স্থগিত রাখে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র বলছে, উত্তেজনা হ্রাস করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক বলেছেন, যে কারণে মিনুটেম্যান ৩ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করা হয়েছিল, সেই কারণেই পরীক্ষাটি বাতিল করা হলো।
বিএসডি/ এমআর