আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে ভূমিধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গত শুক্র ও শনিবারে অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে দেশটির পারনামবুকো রাজ্যে ৩৩ ও পার্শ্ববর্তী রাজ্য অ্যালাগোয়াসে আরো দুই জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। চলতি বছরের পাঁচ মাসে এ নিয়ে চতুর্থবারের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি। খবর রয়টার্স।
পারনামবুকো রাজ্যের সরকারি টুইটার অ্যাকাউন্টে বলা হয়, অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে গতকাল শনিবার বিকাল পর্যন্ত অন্তত ৩৩ জন মারা গেছেন। এছাড়া আরো ৭৬৫ জনকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে ব্রাজিলের ফেডারেল জরুরি পরিষেবার দেয়া তথ্য অনুযায়ী, দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পার্শ্ববর্তী রাজ্য অ্যালাগোয়াস কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যম জানায়, পারনামবকোতে পাঠানোর জন্য একটি ফেডারেল টাস্কফোর্স গঠন করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
অন্যদিকে ভূমিধসে হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী বামপন্থী লুইগি ইনাসিও লুলা দা সিলভা। টুইটারে তিনি লেখেন, রেসিফ মেট্রোপলিটন এলাকার প্রবল বৃষ্টিতে ভুক্তভোগী পরিবারের প্রতি আমি সংহতি প্রকাশ করছি।
রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রদ্রিগেস ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জানান, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।
এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে এবং চলতি বছরের জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব ব্রাজিলের বাহিয়া প্রদেশে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার লোক বাস্তুচ্যুত হয়। এছাড়া জানুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সাও পাওলোতে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়।
বিএসডি/ এমআর