ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:
নিহত ব্যক্তিরা হলেন মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬০), হোসনে আরা বেগম (৫০) ও ফরিদ মিয়া (৪২)। এর মধ্যে মোর্শেদা বেগম ও দুদু মিয়া স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন। হোসনে আরা বেগম বিজয়নগরের ইছাপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। তবে তাৎক্ষণিকভাবে ফরিদ মিয়ার পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি রামপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম ও দুদু মিয়ার মৃত্যু হয়। পরে হোসনে আরা বেগম ও ফরিদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁরাও মারা যান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বর্তমান সময়কে বলেন, লাশগুলো থানা-পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।
বিএসডি/ এফএস