আন্তর্জাতিক ডেস্ক:
টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর ইলন মাস্ক ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে। টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর বড় একটি অংশকে ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। এরই অংশ হিসেবে ভারত অফিসের বিশাল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে।
ভারতে টুইটারের ২০০ জনের বেশি কর্মী ছিলেন। এখন মাত্র এক ডজনের মতো কর্মীর চাকরি টিকে আছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতে যেসব কর্মী চাকরি হারিয়েছেন তাদের মধ্যে ৭০ ভাগই ছিলেন টুইটারের প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং দলের। ধারণা করা হচ্ছে টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ জনের কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কোম্পানির প্রায় অর্ধেক কর্মীর চাকরিচ্যুত করা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘কোনো উপায় ছিল না। টুইটার দৈনিক চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান গুনছে।’
নিজে টুইট করে ইলন মাস্ক বলেছেন, ‘কাজ হারানো কর্মীদের বাড়তি তিন মাসের বেতন দেওয়া হবে। আইনে যা বলা আছে, এটি তার চেয়েও দিগুণ।’
বিএসডি/এফএ