ক্রীড়া ডেস্ক,
ওভাল, ১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস) : নটিংহ্যামে ড্র’র পর, লর্ডসে ভারত ও লীডস টেস্টে জয় পায় ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। পরের ম্যাচ জিতে জিতে এগিয়ে যাবার পালা এবার দু’দলের সামনেই। এমন লক্ষ্য নিয়েই আগামীকাল শুরু হওয়া চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। ওভালে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
ভাগ্যের কারণে নটিংহ্যামে জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিলো ভারতের। বৃষ্টির কারনে পঞ্চম ও শেষ দিনের খেলা ভেস্তে যাওয়ায় জয় বঞ্চিত হয় টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে শেষ দিন ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানের প্রয়োজন ছিলো ভারতের। জয় হাতছাড়া হওয়া ম্যাচে ড্র মেনে নেয় বিরাট কোহলির দল।
তবে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত। শেষ দিনে ৬০ ওভার হাতে নিয়ে ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিয়ে জয়ের স্বাদ নেয় ভারত। ৫১ দশমিক ৫ ওভারের মধ্যে ইংল্যান্ডকে গুটিয়ে দেন ভারতের চার পেসার জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ-ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি। এতে ১৫১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
সিরিজে পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি ইংল্যান্ড। দ্রুতই সিরিজে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় টেস্টে বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ইনিংস ও ৭৬ রানের জয় পায় স্বাগতিকরা। ইংলিশ বোলারদের তোপে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয় ভারত।
প্রথম ইনিংসের ব্যর্থতা দ্বিতীয় ইনিংসে পুষিয়ে নেয়ার চেষ্টা করেছিলো ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু চতুর্থ দিন ৫৪ মিনিটে শেষ ৭ উইকেট হারায় ভারত। অধিনায়ক কোহলি, সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ও উইকেটরক্ষক ঋসভ পান্থ, এখন পর্যন্ত পুরো সিরিজেই ব্যর্থ। ৫ ইনিংসে কোহলি ১২৪-রাহানে ৯৫ ও পান্থ ৮৭ রান করেছেন। শেষ ইনিংসে ৯১ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন চেতেশ্বর পূজারা।
তাই ম্যাচ জিততে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রানের প্রত্যাশায় ভারত। সিরিজে এখন পর্যন্ত ভারতের পক্ষে সর্বোচ্চ ২৫২ রান করা ওপেনার লোকেশ রাহুল বলেন, ‘দলের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নেই। তবে ফর্মে ফেরার জন্য একটি ইনিংসই যথেষ্ঠ। শেষ দুই টেস্টে ব্যাটসম্যানরা আরও ভালো করবে বলে আমরা আত্মবিশ্বাসী। সিরিজ জিততে হলে শেষ ওভাল টেস্টে আমাদের খুবই ভালো খেলতে হবে। পিছিয়ে পড়লে, শেষ টেস্টে চাপ বাড়বে। তাই চতুর্থ টেস্টেই ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে, পাশাপাশি বোলাররা নিজেদের ফর্ম ধরে রাখতে পারলে , জয় অসম্ভব না।’
চতুর্থ টেস্টের জন্য দলে কিছুটা পরিবর্তন এনেছে ইংল্যান্ড। দ্বিতীয়বার বাবা হবার কারনে চতুর্থ টেস্টে খেলবেন না উইকেটরক্ষক জশ বাটলার। দলে ফিরেছেন পেসার ক্রিস ওকস। গোড়ালির ইনজুরির কারনে গত বছর আগস্টে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ওকস।
ওকসকে নিয়ে ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘ওয়ারউইকশায়ারের হয়ে দারুণ বল করেছে ওকস। পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটও করতে পারে সে। আশা করছি, পরের টেস্টে দলের জন্য সেরাটা দিবে সে।’
পিছিয়ে পড়েও দারুনভাবে সিরিজে সমতা এনেও ভারতকে নিয়ে ঠিকই ভয় পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। বেশি ভয় পাচ্ছেন অধিনায়ক কোহলিকে নিয়ে। সিরিজে ৫ ইনিংসের ৩টিতে সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫০৭ রান করা রুট বলেন, ‘কোহলিকে আটকে রাখতে পেরেছে আমাদের বোলাররা। বোলারদের কৃতিত্ব দিতেই হয়। কোহলির মতো ব্যাটসম্যানকে দমিয়ে রাখা খুবই কঠিন। সিরিজের বাকি ম্যাচেও তাই করতে হবে। না হলে সিরিজ জেতা যাবে না।’
ভারতকে নিয়ে দলের সবাইকে সতর্কও করে দিয়েছেন রুট। তিনি বলেন, ‘প্রথমত কোহলির নেতৃত্ব, তার উপর ভারত বিশ্বমানের দল। খুব ভাল করে জানি, ভারত পাল্টা আঘাত করবে। ফলে আমরা সতর্ক না থাকলে বড় ভুল হবে। আমাদের আত্মতুস্ট হলে চলবে না। এখন আরও ভাল খেলতে হবে।’
এখন পর্যন্ত ভারত-ইংল্যান্ড ১২৯টি টেস্ট খেলেছে। যার মধ্যে ইংল্যান্ডের জয় ৪৯টি, ভারতের জয় ৩০টিতে। ৫০টি টেস্ট ড্র হয়েছে।
বিএসডি/এএ