নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার রাত ৯টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। যার উৎপত্তিস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের কাছাকাছি। ফলে চট্টগ্রাম ও কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএসডি/আইপি