আন্তর্জাতিক ডেস্ক-
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১০ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে তথ্যটি জানিয়েছেন।
নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া সংঘর্ষে আরও ৩৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক।প্রতিবেদনে বলা হয়, রাজধানী কারাকাসের উত্তর-পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা সন্ত্রাস বিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ আরও বলেন, আহত ৩৮ জনের মধ্যে পুলিশের ১০ কর্মকর্তাও আছেন। সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এ দিকে দেশটির বিরোধীদলীয় নেতারা অভিযোগ করছেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন।
সূত্র : রয়টার্স
বিএসডি/কাইয়ুম