নিজস্ব প্রতিবেদক,
নেত্রকোনায় সরকারি একটি হাসপাতালে করোনার টিকা নিতে গিয়ে টিকা না পাওয়ায় এক যুবক হাসপাতালটির স্টোরকিপারকে মারধর করেছেন। মঙ্গলবার জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে এমন ঘটনাটি।
পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে। আটকের তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই স্টোর কিপার। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
নুরুল আমিন আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের গিয়াস উদ্দিন আহমেদের ছেলে।
বুধবার দুপুরে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, হাসপাতালের স্টোরকিপারকে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় নুরুল আমিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাদান কার্যক্রম শুরু হলে সেখানে টিকা নিতে আসা লোকজন ভিড় জমান। পরে টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হয় যে, টিকা শেষ হয়ে গেছে। তাই আজ আর দেয়া হবে না।
কিন্তু টিকা নিতে আসা লোকজন হইচই শুরু করলে সেখানে উপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মির্জা আতাউর রহমান সবাইকে চলে যেতে বলেন। এ সময় টিকা নিতে আসা যুবক নুরুল আমিন স্টোর কিপার আতাউর রহমানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নুরুল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে আতাউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় নুরুল আমিনকে গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলেই আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএসডি/আইপি