আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছে ভ্যাটিকান। পোপ ফ্রান্সিসের পর ভ্যাটিকানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কার্ডিনাল পিয়েট্রো পারোলিন সোমবার ইতালির গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, এখনও আলোচনার সুযোগ আছে এবং সবসময়ই আলোচনার সুযোগ থাকবে।পারোলিন আরও বলেন, ইউক্রেনের ঘটনার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে ভ্যাটিকান। আমরা রাশিয়ার সাথে আলোচনার আয়োজন করতে চাই। শান্তি আলোচনা শুরুর জন্য দুই পক্ষকেই সাহায্য করতে আমরা সর্বদাই প্রস্তুত।
এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান।
ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।
গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।
সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।
গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের প্রতিনিধিরা।
এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
সূত্র: সিএনএন
বিএসডি/ এফএস