বর্তমান সময় ডেস্কঃ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চিঠির মধ্য দিয়ে দলীয় মনোনয়নের চিঠি বিলি শুরু করলো আওয়ামী লীগ। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে চিঠি হস্তান্তর শুরু হয়। এর আগে রোববার ৩০০ আসনের মধ্যে দলীয় ২৯৮ জন প্রার্থীর তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ।
দুপুরে মনোনয়নের চিঠি নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলে কী আওয়ামী লীগ জোর করবে? নির্বাচনে আসা বিএনপির সুযোগ নয়, অধিকার। বিএনপি নির্বাচনে না এলেও দলটির অনেক নেতাই নির্বাচনে অংশ নেবে। ৩০ নভেম্বরের মধ্যে সেটি আরও স্পষ্ট হবে। ২৫/৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
বিএসডি/আরপি