আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকলেও ২০২২ সালের আসন্ন সাধারণ নির্বাচন আয়োজনে তা কোনো বাধা হবে না।
দেশটির কয়েকজন সংসদ সদস্যের করা প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী মুতাহি কাগউয়ে বলছেন, মহামারির মধ্যে বেশ কিছু দেশে নির্বাচন হয়েছে, কেনিয়াও নির্বাচন করতে পারে।
তিনি বলেন, মহামারির মধ্যে বুরুন্দি, জাম্বিয়া, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য কঠিন এক সময়ে এসেছে এই করোনা মহামারি। যেসব দেশে নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত ছিল, সেসব দেশকে এখন সিদ্ধান্ত নিতে হচ্ছে যে, এর মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে না কি নির্বাচনের তারিখ পেছানো হবে।
মহামারির মধ্যে অনুষ্ঠিত নির্বাচনগুলোর পর করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এমন কোনো খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত সুরক্ষার জন্য করণীয়, যেমন- হাত ধোয়া, মাস্ক পরা, অসুস্থ হলে ঘরে থাকা, নির্বাচনী কর্মকর্তা ও ভোটাররা এগুলো করলে সংক্রমণের হার নিম্নমুখি থাকবে বলেও মত দিন মন্ত্রী।
সূত্র: বিজনেস ডেইলি।