নরসিংদী প্রতিনিধি:
মাত্র ৩ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে এক বছর পূর্ণ হলো নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির। ফলে বৃহত্তর উপজেলার অন্তর্গত ২৪ ইউনিয়নের কমিটি গঠনে ব্যর্থ হয়েছেন বিএনপির শক্তিশালী এ সংগঠনটি।
সূত্র ও তৃণমূল নেতাকর্মীরা জানান, যুবদল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতির ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতা সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিগত ২০২১ সালের ১৩ অক্টোবর রায়পুরা উপজেলা ও পৌর যুবদেলর ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন , আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা ও সদস্য সচিব নূর আহমদ চৌধুরী মানিক। অপরদিকে পৌর যুবদলের কমিটিতে আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব এস এম সুমন নেওয়াজ।
আংশিক যুবদলের আহ্বায়ক কমিটির আজ বৃহস্পতিবার ২০২২ সালের ১৩ অক্টোবর এক বছর পূর্ণ হয়েছে।
জানাগেছে, ১৯৯৮ সালে উপজেলা যুবদলের পূর্ণাঙ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির সভাপতির দায়িত্ব ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম ৩ মেয়াদের অনুমোদন নিয়ে ১৭ বছর ছিলেন। পরবর্তীতে ২০১২ সালে হাবিবুর রহমান আহ্বায়ক ও নাজমুল হক ভূইয়া মোহন সদস্য সচিব দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়।
তারপর ২০১৪ সালে ছাত্রদল সাবেক সভাপতি আমজাদ হোসেন ভূইয়া আলতাফ কে আহ্বায়ক ও খালিদ হোসেন নাহিদ মোল্লাকে সদস্য সচিব করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটির দীর্ঘ নেতৃত্বে মাত্র একটি ইউনিয়নের কমিটি গঠন হয়।
পরবর্তীতে এই কমিটি বিলুপ্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আবারও নতুন বর্তমান ৩ জনের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এই কমিটির এক বছর হলেও কোনও ইউনিয়নে যুবদলের পূর্ণাঙ কমিটি করতে পারেনী। ৩ মাসের আহ্বায়ক কমিটির ৬ বছর এবং এক বছর পার হওয়ায় নতুন নেতৃত্ব হারাচ্ছে দলটি।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ আল মামুন বলেন, আমাদের কমিটির পর বারবার আহ্বায়ক কমিটি হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমদ চৌধুরী মানিক বলেন, যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটি হয়েছে। আমাদের ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক পূর্ণাঙ কমিটি কেন্দ্রে জমা দিয়েছে জেলা কমিটি। আমারা আহ্বায়ক পূর্ণাঙ কমিটির অনুমোদিত হলেই ইউনিয়ন কমিটি গঠন শুরু করবো।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজজামান সরকার হাসান বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি হয়েছে। আমরা কমিটি জমা দিয়েছি । ২\৩ দিনের মধ্যেই কমিটি ঘোষণা হবে।
বিএসডি/এফএ