নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সদর থানায় দায়ের করা মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে দশটার দিকে নড়াইল দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন- সদর উপজেলার লস্করপুর গ্রামের শহিদুল ইসলাম মেম্বরের স্ত্রী রিক্তা পারভীন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ০৮ সেপ্টম্বর নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম লস্করপুর গ্রামের শহিদুল ইসলাম মেম্বরের বাড়িতে মাদক কেনাবেচার খবরে পেয়ে অভিযান পরিচালনা করে। ওই সময় শহিদুলের স্ত্রী রিক্তা পারভীনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে রান্না ঘরের মেঝেতে পুতে রাখা একটির মাটির কলসির ভিতরে থেকে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে বিচারকার্য শুরু হয়।
মামলায় ষোলজন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে সন্দেহতীতভাবে দোষ প্রমাণিত হলে আদালত বুধবার মামলার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বিএসডি/আশরাফ উজ্জ্বল/আইপি