নিজস্ব প্রতিবেদক,
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ২ জন মারা গেছেন।
এ সময়ে ৬৯১টি নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৭ দশমিক ৮০ শতাংশ।
শনিবার (৭ আগস্ট) দুপুরের দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা ও জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আরএমও ডা. কাজী একেএম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
ডা. কাজী একেএম রাসেল আরো বলেন, এই হাসপাতালে গত চারদিনে করোনা ও উপসর্গে মারা গেছেন ৩৬ জন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ সকাল ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩৫জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৭জন। এদের মধ্যে ১৫ জন পজিটিভ, বাকি ৪২জন আইসোলেশনে রয়েছেন।
ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদরের ৭০ জন, হরিরামপুরের ১৫ জন, ঘিওরের ১৩ জন, সিংগাইরে ১০ জন, সাটুরিয়ার ১০ জন, দৌলতপুরে ৩ জন এবং শিবালয় উপজেলার ২ জন।
তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৫০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। মারা গেছেন ৯৫ জন।
বিএসডি/আইপি