নিজস্ব প্রতিবেদক:
স্বপ্ন নিয়ে পথচলা। স্বপ্ন পানে এগিয়ে চলা। জন্ম চাঁদপুর জেলার মতলব উপজেলায়। বেড়ে উঠেছেন মেঘনা নদীর মোহনায়। বাবা মায়ের চার সনত্মানের মাঝে আল মামুন বড়। মেঘনা নদীর রহস্যময় বাঁক আর মাথার উপর বিশাল আকাশের মাঝে বেড়ে ওঠা মামুনের স্বপ্ন আকাশের মতোই বিশাল।
গ্রামের সবুজ আর নির্মল বাতাসে বড় হওয়া মামুনের মনে জন্ম নেয় সঙ্গীতানুরাগ। সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই শেখেন গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র কীবোর্ড।
আল মামুন দীর্ঘ তিন বছর যাবত কীবোর্ডিষ্ট হিসেবে কাজ করছেন একতারা মাল্টিমিডিয়ার সাথে। এছাড়াও কাজ করছেন বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে। দেশের প্রায় সকল মঞ্চে রয়েছে তার উপস্থিতি।
মামুনের সঙ্গীতই জীবন। এবং তিনি তার জীবনকে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই খুঁজে পেয়েছেন সঙ্গীতের মাঝে।
বিএসডি/এফএ