আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। অবরুদ্ধ বন্দরনগরী থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুবিধার্থে এ যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: খবর বিবিসি।
স্থানীয় সময় বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিওপোল থেকে জাপোরিজ্জিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে একটি মানবিক করিডর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিওপোল ছাড়তে পারবেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
ওই বিবৃতিতে আরো বলা হয়,এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দিচ্ছি।
এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেনীয় সেনাবাহিনীকেও বেসামরিকদের বহনকারী বাসগুলোকে নিরাপত্তা দেয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
প্রসঙ্গত, প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত। মূলত ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েকদিন পর থেকেই মারিওপোল শহরটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। যার ফলে শহরটিতে মানবিক সাহায্য বিতরণের অনুমতি দেয়ার জন্য প্রয়োজনীয় করিডোর তৈরির কাজও বাধাগ্রস্ত হয়েছে।
বিএসডি/ এমআর