জ্যেষ্ঠ প্রতিবেদক:
মাসব্যাপী নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিক সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরী। কেন্দ্রীয় কার্যালয়ে ৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচীর প্রথম দিনে নাগরিক অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শতাধিক ব্যক্তি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক-প্রশাসনিক দূর্বৃত্তদের হাত থেকে দেশ ও মানুষকে মুক্তি দিতে নতুনধারার এই কর্মসূচী। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী বলবে বলে জানান নেতৃবৃন্দ
আরো জানানো হয়, ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-