নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ চার মেয়েশিশুর মধ্যে দুজনকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় দুটি জিডি করে শিশুদের পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন গৃহকর্মী। নিখোঁজ দুই শিশু হলো রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়াও গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় আরো দুই মেয়েশিশু। তাদের একজনের বয়স ১০ বছর। আর অন্যজনের বয়স ১৩ বছর। তারা দুজনই প্রতিবেশী।
বিএসডি /আইপি