নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর পৃথক অভিযানে মুন্সিগঞ্জের লৌহজং ও রাজধানীর কদমতলী এলাকা হতে বিদেশী মদ, হেরোইন ও এল এস ডিসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ০৯/০৬/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৩:৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হারিদিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৮ (আঠার)টি কাঁচের বোতলে বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহেল (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া গত ০৮/০৬/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৩৫ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১১২ (একশত বারো) পুরিয়া হেরোইন ও কথিত ০৫ পিস এলএসডি মিশ্রিত রঙ্গিন প্রিন্টেড বøট পেপার স্ট্রিপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ পলক হোসেন (২০) ও ২। মোঃ সুমন (২০) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ লৌহজং ও কদমতলীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিদেশী মদ, হেরোইন ও এল এস ডিসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/ এমআর