নিজস্ব প্রতিবেদক:
মুরগির খাবারের দাম কমানো এবং খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলোর রেডি মুরগি উৎপাদন বন্ধ করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন। মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠন থেকে বলা হয়, এ দেশে প্রথম পোল্ট্রি খামার চালু করে প্রান্তিক পর্যায়ের মানুষ। কেউ নিজের জমি বিক্রি করে বা বিদেশ থেকে ফিরে এসে পোল্ট্রি খামার শুরু করে এবং ধীরে ধীরে এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে আসে। পরে বিভিন্ন ব্যবসায়ীমহল এই শিল্পে আগ্রহী হয়।
তাদের দাবিগুলো মধ্যে আরও রয়েছে, প্রোল্ট্রি মুরগির খাদ্যের মান বৃদ্ধি, ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম বাৎসরিকভাবে ২০ থেকে ২৫ টাকার মধ্যে আনা এবং বাচ্চার মান বৃদ্ধি করা। এছাড়া বাংলাদেশের প্রতিটি উপজেলায় নিবন্ধিত খামারিকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়া, একজন খামারিকে ১০ হাজারের বেশি মুরগির ওপরে কোনও প্রকার রেডি মুরগি উৎপাদন করতে না দেওয়া এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক তাদের সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠনের মহাসচিব মো. মামুনুর রহমান, চেয়ারম্যান মো. মফিজুল রহমানসহ সারাদেশ থেকে আসা পোল্ট্রি খামারিরা।
বিএসডি /আইপি