নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে নাগরিক কমিটির সহকারী দপ্তর সেল সম্পাদক আবু সাঈদ লিয়ন স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিষয়টি আপনার জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অবহিত করা হলো।