ক্রীড়া ডেস্ক,
আরনেস্তো ভালভার্দে বার্সেলোনা ছেড়েছেন ২০২০ সালে। পরের বছর এসে লিওনেল মেসিরও বিদায় হয়ে গেল। গুঞ্জন আছে, কাতালান ক্লাবটিতে থাকার সময় অধিনায়ক মেসির সঙ্গে কিছু একটা নিয়ে বড়সড় ঝামেলা হয়েছিল ভালভার্দের।
কী সেই ঝামেলা? এখন তো দুজনই বার্সার বাইরে। মেসিকে নিয়ে কি মুখ খুলবেন ভালভার্দে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সার সাবেক কোচের পেট থেকে সেই কথা বের করার চেষ্টা করেছিল ইটিবি’র ‘এল দিয়া দে মানানা’ শো। কিন্তু সম্ভব হলো না।
২০২০ সালের জানুয়ারিতে বার্সার চাকরি ছাড়ার পর আর কোনো ক্লাবে যোগ দেননি ভালভার্দে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আবারও ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনা আছে?
ভালভার্দে বলেন, ‘আমি মনে করি যে এটা সম্ভব- আমি আবার কোচ হতে পারি। তবে সেটা হতে হবে আলাদা প্রজেক্ট। এমন কিছু হতে হবে যা আমাকে উদ্বুদ্ধ করবে এবং উৎসাহ পাব।’
সাবেক বার্সা কোচ যোগ করেন, ‘বার্সেলোনা ছাড়ার পর আমার কিছু সময় দরকার ছিল। আমি ভ্রমণ করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমি জানি না, সামনে কী করতে যাচ্ছি।’
বিএসডি/আইপি