খেলাধূলা প্রতিনিধি:
মাঠে নেমে ইউক্রেনের ডিফেন্ডার ওলেক্সান্দার জিনচেঙ্কোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন ফার্নান্দিনহো। রাশিয়ার আক্রমণের প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ থেকে জিনচেঙ্কোকে অধিনায়ক বানানো হয়। কিকঅফের আগে ইউক্রেনের পতাকা নিয়েও পাশাপাশি দাঁড়ান দুই দলের অধিনায়ক। এ সময় মাঠের বড় পর্দায় ভেসে ওঠে ‘আমরা ইউক্রেনের পাশেই আছি’ লেখা।
খেলা শুরুর পর চাপে ভুগেছে সিটি। প্রথমার্ধে তেমন ভালো খেলতে পারেনি পেপ গার্দিওলার দল। ৬০ মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে এগিয়ে দেন সিটিকে। ৬ মিনিট পর ম্যাচের সেরা গোলটি করেন গ্রিলিশ।
মাঝমাঠ থেকে ফিল ফডেনের দূরপাল্লার পাস অসামান্য দক্ষতায় ঠিক পায়ের সামনেই নামান গ্রিলিশ। সামনে একা পড়ে যান পিটারবরো গোলকিপার। আলতো টোকায় গ্রিলিশের করা গোল দেখে মনে হয়েছে, গোল করা এত সহজ!
মাঠে তা কাজে লাগানোর পর গ্রিলিশ আইটিভিকে বলেছেন, ‘মজার বিষয় হলো, ম্যাচটা খেলতে আসার পথে বাসে আমি আর ফডেন পাশাপাশি বসে মেসির খেলার ভিডিও দেখেছি। গোলের পর ফডেন এসে বলল, ভিডিও-তে যেমন দেখেছি একদম তেমনই!’
বিএসডি/ এফএস