নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার উপজেলার বাসিন্দা। বুধবার বিকেল ৩টার দিকে রায় ঘোষণা করেন জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জাহেদুল কবির।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি মিজানুর রহমান মজুমদার জানান, ২০১৭ সালের ২৬ জুলাই রাত ২টায় নিজ ঘরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তার ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনার দুদিন পর মেয়েটির মা বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ আদালত রায় ঘোষণা করেন।
মামলার বাদী নির্যাতিত কিশোরীর মা বলেন, ‘আমার স্বামী বেশ কয়েকবার মেয়েকে ধর্ষণ করেছে। এনিয়ে সালিস বৈঠক হয়। তবে এরপর বদলায়নি। আমি তার মৃত্যুদণ্ড শুনতে চাইছিলাম। তার মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপরও আদালতের রায় মেনে নিয়েছি।’
বিএসডি/ এলএল