মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় বিদেশি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমবি ফারদিন-১ নামের কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ওই বাল্কহেডের তিন কর্মচারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। এমভি এলিনা বি নামে বিদেশি জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানির সুপারভাইজর মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
লোকমান হোসেন আরও জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা থাকতে পারে বলে জানান তিনি।
বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
বিএসডি/এসএসএ