টানা দ্বিতীয় ম্যাচে হারল মোহামেডান। গতকাল শেখ জামালের কাছে হারের পর আজ প্রাইম দোলেশ্বরের কাছে হারল সাকিব আল হাসানের মোহামেডান। সকালের বাকি দুই ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস।
বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের সকালের তিন ম্যাচেই ওভার কমিয়ে খেলতে হয়। বিকেএসপির ৪ নম্বর মাঠের একপাশ ভেজা থাকায় মোহামেডান-প্রাইম দোলেশ্বর ম্যাচ ওভার একটু বেশিই কর্তন হয়। মাঠ খেলার উপযোগী করতে বেশি সময় নষ্ট হওয়া খেলা হয় মাত্র ৬ ওভারে।
‘সিক্স-সিক্স’ ম্যাচ পেয়ে দোলেশ্বর নিয়মিত ওপেনার ইমরানউজ্জামানের সঙ্গে ওপেনিংয়ে পাঠায় হিটার শামীর হোসেনকে। দুজন মিলে যেন চার-ছক্কার বৃষ্টি নামান বিকেএসপিতে। মাত্র ৩.৫ ওভারে ৬৮ রানের জুটি গড়েন দুজন। শামীমের চেয়ে নিয়মিত ওপেনারই বেশি উগ্রমূর্তিতে ছিলেন। ইমরান আউট হন মাত্র ১৪ বলে ৪১ রান করে। শামীম অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রান করে। ৪ উইকেটে ৭৮ রান করে দোলেশ্বর।
মোহামেডান জবাবে শামীম-ইমরানের জুটির রানও পার করতে পারেনি। সাকিব ১৪ বলে ২২ করে আউট হলে মাত্র ৫৬ রানে থামে মোহামেডানের ইনিংস। ২২ রানের জয়ে দোলেশ্বর পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে।
বিকেএসপির আরেক মাঠেও দারুণ উঠেছে। খেলাঘরের বোলিং গতকাল আবাহনীর বিপক্ষে ম্যাচ জিতিয়েছে, সে বোলিংয়ের বিপক্ষেই আজ ১৩ ওভারের খেলায় ৪ উইকেটে ১২০ রান ওল্ড ডিওএইচএসের। ওপেনার আনিসুল ইসলাম ২৭ বলে করেন সর্বোচ্চ ৪৪ রান। রায়ান রহমান ৩৭ রান করেছেন।
শেষের দিকে মাহমুদুল হাসানের ১৪ বলে ২৯ রান ওল্ড ডিওএইচএসকে ১২০ রানে পৌঁছে দেয়। খেলাঘরের খালেদ আহমেদ ৩ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। রান তাড়ায় খেলাঘর তুলনামূলক ধীরগতির ব্যাটিং করে হারে ১৬ রানে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুরের ম্যাচ হয়েছে ১২ ওভারের। রূপগঞ্জ আগে ব্যাট করে মাত্র ৮১ রান করেও জিতেছে ১৪ রানে। এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জের এটিই প্রথম জয়।