নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার সাদেক খান মার্কেট এলাকায় আক্তার হোসেন(৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তিনি ঢাকার ৩৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
আহত আক্তার হোসেন জানান, সাদেক খান আড়তে আমার একটি কাঁচা বাজারের দোকান আছে। আজ সকালের দিকে ওই আড়তের সামনে রাহিম,পলাশ, আসাদুল ও সূর্যসহ ৭ থেকে ৮ জন এসে আমাকে কোপাতে শুরু করে। তারা সবাই এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তিনি আরও বলেন, রায়ের বাজার পুলিশ ফাঁড়ি প্রায়ই মাদক ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তাদের ধারণা এসব অভিযান আমি পুলিশ দিয়ে করাই। তারা আমার পা থেকে মাথা পর্যন্ত কুপিয়ে জখম করেছে।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি জানতে পেরেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।