নিজস্ব প্রতিবেদক:
সাধারণত সকালে অফিস টাইমে ও বিকেলে অফিস শেষ হওয়ার পর রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দেয়। তবে আজ রাজধানীর যানজটের চিত্র সম্পূর্ণই ভিন্ন। সকালে শুরু হওয়া তীব্র যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ আয়োজন করায় যানজটের মাত্রা বেড়েছে। ম্যারাথনের কারণে দীর্ঘ সময় রাজধানীর হাতিরঝিলের সড়ক বন্ধ ছিল। এতে যানবাহনের চাপ আশপাশের অন্য সড়কে গিয়ে পড়ে। যা তীব্র যানজট তৈরিতে ভূমিকা রাখে। তবে ম্যারাথন উপলক্ষে হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল বন্ধ রাখার তথ্য আগেই জানিয়েছিল ডিএমপি। এমনকি যানজটের আগাম পূর্বাভাস দিয়ে নগরবাসীকে সতর্ক করা হয়েছিল। তারপরও অফিসগামী যাত্রী ও পরিবহনের অতিরিক্ত চাপ এ যানজটকে দীর্ঘায়িত করে।
সোমবার দুপুরে রাজধানীর বাড্ডা সড়কে গিয়ে তীব্র যানজট দেখা গেছে দেখা যায়। দীর্ঘক্ষণ পরপর ধীর গতিতে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কথা হয় ভিক্টর ক্লাসিক পরিবহনের যাত্রী অরিন রহমানের সঙ্গে। তিনি বলেন, সদরঘাট থেকে কাকরাইল পর্যন্ত আসলাম পুরো রাস্তায় যানজট। বেশিরভাগ সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়েছে। কোনো কোনো সিগন্যালে ২০-২৫মিনিট আটকে থাকতে হয়েছে যা খুবই বিরক্তিকর।
অন্য দিন সকালের দিকে যানজট থাকলেও দুপুরে অনেকটা ফাঁকা থাকে রাজধানীর সড়ক, তবে আজ চিত্র ভিন্ন। দুপুর গড়িয়ে যাচ্ছে তবুও যানজট কমছে না।
আজিমপুর, নীলক্ষেত, শাহবাগ, ফার্মগেট হয়ে মহাখালী পর্যন্ত চলাচলকারী দেওয়ান বাসের চালক সিরাজ মিয়া বলেন, যানজটে বসে থেকে বিরক্ত যাত্রী ও চালকরা। অনেক যাত্রী তীব্র যানজটের কারণে মাঝপথেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এ জন্য আমাদের ট্রিপের সংখ্যাও কমে গেছে।
বিএসডি/ এলএল