নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১২টায় নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাঙ্গালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় যুক্ত হয়েছিল ১৯৭৫ সালে। বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি সমগ্র বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা পরিষদের সদস্য তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবু শাঈদ মাহমুদ রণী প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১১ আগস্ট বুধবার থেকে আগামী ১৫ আগস্ট রোববার পর্যন্ত ৫ দিনব্যাপি নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন ১ হাজার অস্বচ্ছল ও অসহায় মানুষের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।
বিএসডি/আইপি