আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে টর্নেডো আইডার জন্য সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় ছয়টি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের জন্য সৃষ্ট বন্যায় এসব প্রাণহানি হয়েছে। রাজ্যগুলো হলো কানেকটিকাট, মেরিল্যান্ড, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়া।
সিএনএনের খবরে জানা গেছে, নিউজার্সিতে অন্তত ২৩ জন এবং পেনসিলভেনিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সিএনএনের পিট মুনতিয়ান জরিপ করার সময় স্থানীয় ওল্ফ নামের একজন জানিয়েছেন, গত সাত বছরে যা দেখেছি তা হলো- ঝড় আসলে সমতল ভূমির বাইরে বন্যা হয় এবং যা অনেক ক্ষতি করে। তাই আবহাওয়া পরিবর্তনের বিষয়ে জোরালোভাবে কথা বলা উচিত।
বিজ্ঞানীরা বলছেন, গ্রহ উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় শক্তিশালী হচ্ছে। সমুদ্রের উষ্ণতায় টর্নেডো আরও তীব্র হচ্ছে এবং তা স্থলভাগের ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
নিউজার্সির গভর্নর ফিল মারফি জানান, নিহতদের বেশিরভাগই বন্যার মধ্যে তাদের গাড়িতে আটকা পড়েছিলেন এবং পানিতে ভেসে গিয়েছিলেন।
এছাড়া বন্যায় নিহতদের অনেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবারও কয়েকটি এলাকায় পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ চলছিলো। নিউইয়র্ক শহরে কোনো বাসিন্দা কোথায় আটকে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য টাস্কফোর্স বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে।
বিএসডি/এএ