অনলাইন ডেস্ক
কয়েক দশক ধরে যৌনতা অনেক পরিবর্তিত হয়েছে; আগের দিনে গর্ভনিরোধক সরঞ্জামগুলোর বিষয়ে কথা বললে আপনাকে পাগল ভাবা হতো। আপনার ফার্টিলিটি অথবা পিরিয়ড ট্র্যাকার নিয়ে কথা তো অনেক দূরের ব্যাপার। তবে সময় বদলেছে। এখন এসব স্বাস্থ্যসেবা সরঞ্জামগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ।
প্রযুক্তির বাকি অংশের মতো যৌন স্বাস্থ্য-প্রযুক্তিও সম্প্রতি দ্রুত বদলাচ্ছে। আমরা আগামী বছরগুলোতে আরো উন্নতি দেখতে পাব। তাহলে যৌন সুস্থতার জগতে আমরা কী আশা করতে পারি? আমরা কি আমাদের ডিম্বাণু বা শুক্রাণু নিয়ন্ত্রণ করতে ‘মন তরঙ্গ’ ব্যবহার করতে পারব?
দ্য হেলদি প্লেজার গ্রুপের সিইও ডমিনিক ক্যারেটোস ২০২২ সালে আমরা যৌন সুস্থতার যে প্রবণতা দেখতে পাব সে সম্পর্কে কথা বলছেন। এ লেখায় তাঁর চিন্তাভাবনা তুলে ধরা হলো।
মেনোপজ
যদিও মানুষ কয়েক শতাব্দী ধরে মেনোপজের মধ্য দিয়েই যাচ্ছে; তবুও এটি নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে এখনো বিব্রতবোধ করেন অনেকে। ডমিনিক বলেন, এটি পরিবর্তনের প্রক্রিয়ায় আছে। এবং আমরা ২০২২ সালে মেনোপজ নিয়ে আরো খোলামেলা এবং তথ্যপূর্ণ আলোচনা দেখতে পাব। সেই সঙ্গে বিষয়টি সহজবোধ্য হবে।
তিনি মেট্রোকে বলেন, মেনোপজ দ্রুতই আলোচনার গ্রহণযোগ্য বিষয় হয়ে উঠছে। কারণ অনেক ব্র্যান্ড এমন পণ্য তৈরি করতে শুরু করেছে যা মেনোপজের লক্ষণগুলোকে মোকাবেলা করার চেষ্টা করবে।
ডমিনিক বিশ্বাস করেন, ব্র্যান্ডগুলোকে নারীবান্ধব হতে হবে। তাদের নারীদের ভয় দেখানো থেকে দূরে থাকতে হবে। কেননা এ সময় তাদের জীবনে শত শত পণ্যের প্রয়োজন। কিছু দুর্দান্ত ব্র্যান্ড রয়েছে যাদের অফারগুলো আমাদের জীবনের এই সময়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ২০২২ জেনেভ, টাবু এবং ওমেনএসের মতো ব্র্যান্ডের উত্থান দেখতে পাবে।
সাপ্লিমেন্ট
অনেকে স্বাস্থ্যের উন্নতির জন্য সাপ্লিমেন্ট গ্রহণ করেন। ডমিনিক ভবিষ্যদ্বাণী করেন, এটি আগামী মাসগুলোতে যৌন স্বাস্থ্যের জগতে চলে যাবে। তিনি হল্যান্ড এবং ব্যারেটের মতো মূলধারার খুচরা বিক্রেতাদের কথা উল্লেখ করে বলেন, যৌন সুস্থতার সাপ্লিমেন্ট আনবে নতুন ব্র্যান্ডগুলো (যেমন দ্রুত বীর্যপাতের জন্য মাইহিক্সেল ম্যাক্স বা হরমোন ভারসাম্যের জন্য ইওরসুপার)। সাপ্লিমেন্টগুলো আপনার সামগ্রিক যৌন সুস্থতার জন্য একটি হাতিয়ার হবে।
যৌন স্বাস্থ্য সুরক্ষায় পুরুষদের গ্রুমিং
ডমিনিক বলেন, ২০২১ সালে আমরা স্মুথনাটস এবং ম্যানস্কেপডের মতো অনেক পুরুষ গ্রুমিং ডিভাইসের জনপ্রিয়তা দেখেছি। যেমন আমরা ভবিষ্যদ্বাণী করেছি যে সৌন্দর্য শিল্প যৌন সুস্থতাকে অফারের মাধ্যমে স্বাগত জানাবে। আমরা ২০২২-এ যাওয়ার সাথে সাথে এটিকে সাজসজ্জার বাইরে যৌন সুস্থতার বিষয়ে নতুনরূপে দেখতে পাব। চ্যাম্প, হিমস এবং নুমানের মতো পুরুষ যৌন সুস্থতা ব্র্যান্ডগুলোর সাফল্য পুরুষ গ্রুমিং ব্র্যান্ডগুলোকে আত্মবিশ্বাস দিয়েছে। এ ছাড়াও পুরুষ গর্ভনিরোধক (টেস্টিকল বাথ) সম্পর্কেও আলোচনা চলছে।
মূলধারায় যৌন শিক্ষা
নেটফ্লিক্সে সেক্স, লাভ এবং গুপ, চ্যানেল ফোর-এ ডাভিনা ম্যাককলের সেক্স, মিথস এবং মেনোপজ-এর মাধ্যমে এ বছর সেক্সি শোগুলোর বড় রকমের আত্মপ্রকাশ ঘটেছে। ডমিনিক বলেন, মূলধারার চ্যানেলগুলো বিকল্প যৌন থেরাপির আশপাশে অন্বেষণ চালাচ্ছে। খুব দীর্ঘ সময় ধরে মূলধারার মিডিয়ায় যৌনতা সম্পর্কে কথোপকথনের কেন্দ্রবিন্দু ছিল কিভাবে আরো আকর্ষণীয় হওয়া যায়! এখন এবং ২০২২ সালে যৌনতা মূলধারায় যাচ্ছে কারণ মিডিয়া অবশেষে ‘কেন আমাদের যৌন সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত’ সে সম্পর্কে কথা বলছে।
সব জায়গায় মিলবে না যৌন স্বাস্থ্য পণ্য
ডমিনিক বলেন, আমাদের কেনাকাটায় আমূল পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা যেভাবে যৌন সুস্থতার জন্য কেনাকাটা করি তা পিছিয়ে আছে। যৌন স্বাস্থ্য পণ্যগুলো ‘মূলধারায়’ হয়ে ওঠার কারণে বেশির ভাগ লোক অনলাইনে যৌন খেলনা বা প্রযুক্তির জন্য কেনাকাটা করে। যেকোনো জায়গায় পণ্যগুলো খুঁজে পাওয়া এখনও কঠিন।
চিকিৎসাকে সহজলভ্য করা
ডমিনিক বলছেন, ২০২২ সালে আমরা যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে নতুন উদ্ভাবন দেখতে পাব। যা আগে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া পাওয়া কঠিন ছিল। তবে এখন অনেক পণ্যের জন্য আপনাকে প্রেসক্রিপশন নিতে হবে না।
ডিজিটাল থেরাপি
আমরা কভিড-১৯ নিয়ে দুই বছর পার করেছি। মহামারির শুরুতে তৈরি উদ্ভাবনগুলো এখন মানুষের কাছে পৌঁছানোর অপেক্ষায় আছে। ডমিনিক বলেন, আমরা উপেক্ষা করতে পারি না যে কভিড আরো বেশি ব্র্যান্ডকে তাদের স্ট্যান্ডার্ড পণ্যের ওপরে টেলিহেলথ (ডিজিটাল স্বাস্থ্যসেবা) বিনিয়োগ করতে উৎসাহিত করেছে। যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে তিনি নুমানের মতো ব্র্যান্ডের প্রশংসা করে বলেন, শিল্পকে আধুনিক করার জন্য আরো কিছু করা দরকার।
ডমিনিক আশা করেন, ২০২২ সালের মধ্যে আমরা সাবস্ক্রিপশনের মাধ্যমে যৌন ডিজিটাল স্বাস্থ্যসেবার বিবর্তন দেখতে পাব। যা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োজন। এটি প্রাক-কিশোরীর সাথে তাদের মাসিক চক্র সম্পর্কে কথা বলা হোক বা মেনোপজকালীন নারীদের সঙ্গে তাদের লক্ষণগুলো কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে হোক।
সূত্র: মেট্রো
এসএ