নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর অদূরে নব্দিগঞ্জ এলাকায় একটি বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে কুড়িগ্রামগামী মানিক এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী কোচ (যার নং ঢাকা মেট্রো ব ১৪-৬৯৮৯) নব্দিগঞ্জ বাজার এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাউনিয়া থেকে সাত মাথাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোতে থাকা ৪ জন যাত্রী নিহত হন।
এর মধ্যে অনিল চন্দ্র (৫০) ও পবিত্র নন্দী নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। রংপুর ফায়ার সার্ভিসের সরকারী পরিচালক জানান, ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত ৩ জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাহিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বাসের চালক হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। লাশ রমেক হাসপাতালে রয়েছে।
বিএসডি/ এলএল