জ্যেষ্ঠ প্রতিবেদক:
রংপুরে ভাতিজা হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চাচা আসাদুল ইসলামকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ ডিসেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন লস্কর, আনোয়ার হোসেন ও আফরোজা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।
জানা যায়, পীরগাছা উপজেলার গঙ্গা নারায়ণ এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে রিনা বেগমের বিয়ে হয়। রিনা বেগম আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের রেজওয়ানুল ইসলাম নামে ৬ বছরের একটি পুত্র সন্তান ছিল। ২০০৭ সালের ১৫ মে রেজওয়ানুলকে তার সৎ দাদি নছিরন নেছা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রেজওয়ানের মা তার ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করে। পরদিন একটি পুকুর পাড়ে বালুর নিচে চাপা দেওয়া রেজওয়ানুলের লাশ পাওয়া যায়। রিনা বেগম পুত্র হত্যার ঘটনায় স্বামী আনোয়ার হোসেনের সৎভাই আসাদুল ইসলাম, তার মা নছিরন বেগমকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করেন।
বিচার শেষে ২০১৬ সালের ৪ মে আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
এরপর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের নথি) হাইকোর্টে আসে। আর আসামি আপিল ও জেল আপিল করেন। দুটির একসঙ্গে শুনানি শেষে রোববার রায় দেওয়া হয়।
আইনজীবী দেলোয়ার হোসেন লস্কর বলেন, বাচ্চাটা কীভাবে দাদির কাছে গেল। সেটি ঘটনার সঙ্গে মিলে নেই। এসব বিষয় বিবেচনা নিয়ে আদালত খালাস দিয়েছেন।
বিএসডি/জেজে