ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে ওল্ডডিওএইচএস। আনিসুল ইমন ও রাকিন আহমেদের দুর্দান্ত ব্যাটে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে দশ উইকেটে হারিয়েছে তারা। টানা তিন ম্যাচে হারের বৃত্তে আটকে রইলো পারটেক্স।
আজ শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ম্যাচের শুরুটা বিঘ্ন হয়। এতে করে বৃষ্টি আইনে দুই দলের পাঁচ ওভার করে কাটা হলে খেলা নেমে আসে ১৫ ওভারে।
স্বল্প ওভারের খেলায় টসে হেরে ব্যাট করতে এসে শুরুতে হোঁচট খায় পারটেক্স। প্রথম ওভারের চতুর্থ বলে আব্দুর রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসানুজ্জমান। ২৯ রানের মাথায় ১৭ করে ফেরেন আরেক ওপেনার আব্বাস মুসা।
এরপর থেকে থেমে উইকেটের পতন হতে থাকে। শেষের দিকে নাজমুল হোসেন মিলন ও ধিমান ঘোষের ৩১ রানের জুটিতে চার উইকেট হারিয়ে ৭৭ রান তোলে পারটেক্স। ওল্ডডিওএইচএসের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।
ছোট লক্ষ্য তাড়া করতে এসে দারুণ শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান আনিসুল ইমন ও রাকিন আহমেদ। দু’জনের দুর্দান্ত ব্যাটে ১০ উইকেটের জয় তুলে নেয় ওল্ডডিওএইচএস। ব্যাট হাতে ৩৩ রানে অপরাজিত ইমন ও ৪৩ রানের অপরাজিত ছিলেন রাকিন।