নিজস্ব প্রতিবেদক,
করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারিভাবে কঠোর লকডাউন ঘোষণার পর লকডাউন সরেজমিনে বাস্তবায়নের উদ্দেশ্য রাঙামাটির বাঘাইছড়িতে মোবাইল কোট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ জুলাই) বিকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ২৭ বিজিবি মারিশ্যা জোন ও বাঘাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মসজিদ মার্কেটে মোবাইল কোট পরিচালনার পাশাপাশি লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে দেখা গেছে উপজেলা প্রশাসনকে।
এ সময় দোকানের বারান্দাতে মালামাল রাখার কারণে মো. নুরুল আলমের ফলের দোকানে এক হাজার টাকা, বাঘাইছড়ি ভাত ঘর হোটেলে এক হাজার টাকা, পানের দোকানে ৫০০ টাকা, ফুডল্যান্ট দোকানে ৫০০ টাকা, মা বীজ ঘর দোকানে এক হাজার টাকা, ঢাকা বীজ ঘর এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকিছু দোকান মালিককে মৌখিকভাবে সর্তক করা হয়।
বিএসডি/আইপি